alo
বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
Logo
alo

ইরানে ট্রেন লাইনচ্যুত, নিহত ১৭

সাংবাদিকের নাম

প্রকাশিত: 14 January, 2025, 04:45 PM

alo
alo

ইরানের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।

৩৪৮ যাত্রী নিয়ে তাবাস থেকে ৫০ কিলোমিটার দূরের এলাকা মাশহাদ ও ইয়াজদ শহরের মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে।

জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মীরা জানিয়েছেন, একটি খননকারী যন্ত্রের সাথে সংঘর্ষ হলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। তারা জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আহতদের মধ্যে অনেকের অবস্থাই এখনও সঙ্কটজনক।

তাবাসের গভর্নর আলি আকবার রাহিমি জানিয়েছেন, সাতটা বগির মধ্যে ট্রেনটির চারটি বগিই লাইনচ্যুত হয়েছে।

১০ অ্যাম্বুলেন্স ও তিনটি হেলিকপ্টার নিয়ে দুর্ঘটনা স্থানে উদ্ধার অভিযান শুরু করে ইরানের জরুরি সেবাদাতারা।

alo
alo
alo