alo
শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
Logo
alo

আবাসিকে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা আসতে পারে ৫ জুন

HeRa Khan

HeRa Khan

প্রকাশিত: 12 September, 2024, 11:25 AM

alo
alo

আবাসিকে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা আসতে পারে ৫ জুন আগামী রোববার (৫ জুন)। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরীর সঙ্গে বৃহস্পতিবার (২ জুন) দিনভর বৈঠক করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কর্মকর্তারা। এতে আবাসিকে গ্যাসের দাম যতটুকু বৃদ্ধির কথা তার চেয়ে কিছুটা কম বাড়িয়ে সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশনের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের উদ্দেশ্য আগামী সপ্তাহের শুরুতেই গ্যাসের দাম ঘোষণা করা।

সুনির্দিষ্ট করে জানতে চাইলে তিনি বলেন, আমরা চাই রোববারেই কাজ শেষ করতে। তবে কোনও কারণে শেষ না হলে সোমবারে ঘোষণা আসতে পারে।

দাম বাড়ানোর বিষয়টা তাড়াহুড়ো কেন জানতে চাইলে ওই কমিশনের সদস্য বলেন, সময়ের একটি বাধ্যবাধকতা রয়েছে। আইন অনুযায়ী শুনানির ৯০ দিনের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করতে হয়। আমরা সেই সময়ের খুব কাছাকাছি জায়গায় রয়েছি।

কমিশন সূত্র জানায়, এজন্য বৃহস্পতিবার সারা দিন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করেছেন। আজ শুক্রবার (৩ জুন) ও শনিবারও কাজ চলবে।

alo
alo
alo