alo
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Logo
alo

মুমিনুলকে অধিনায়কত্ব ছাড়তে বললেন সুজন

সাংবাদিকের নাম

প্রকাশিত: 07 April, 2024, 03:46 AM

alo
alo

একের পর এক ব্যাটিং ধস। টপ অর্ডারের টানা ব্যর্থতায় চরম রান খরায় অধিনায়ক মুমিনুল হক। নেতৃত্ব তো বটেই পারফর্ম করতে না পারায় দলে তার অবস্থান নিয়েই উঠেছে প্রশ্ন। গত বছরের নভেম্বর থেকে ১৫ ইনিংসে ১২.৫৭ গড়ে মোটে ১৭৬ রান করেছেন মুমিনুল। ১২বার পেরুতে পারেননি এক অঙ্কের গণ্ডি।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের একমাত্র ইনিংসে ২ রান করে আউট হন মুমিনুল। ঢাকায় দ্বিতীয় টেস্টেও তার বেহাল দশা। প্রথম ইনিংসে ৯ রান করে আউট হওয়ার পর দলের চরম বিপদে দ্বিতীয় ইনিংসে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তিনি থামেন কোন রান করার আগেই। তাই ব্যর্থ অধিনায়ক মুমিনুল হককে নেতৃত্ব ছাড়ার পরমার্শও দিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, পারফর্ম না করলে এটা মনে হওয়া স্বাভাবিক, মনে হবে অধিনায়কত্ব বোঝা হয়ে গেলো কি না। ও আমাদের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক। তার গড় ছিলো ৫০ এর ওপরে। হঠাৎ করে পারফর্ম করছে না- প্রশ্ন থেকেই যায়। এটার উত্তর মুমিনুলই সবচেয়ে ভালো দিতে পারবে।

‘ক্যাপ্টেন্সির প্রভাব থাকছে কি না এটা বড় প্রশ্ন। যদি থাকে আমরা এটা (অধিনায়কত্ব) চাই না। আমরা তার ব্যাটিংটা চাই, এটাই গুরুত্বপূর্ণ। ও সময় নিয়ে সেঞ্চুরি করে, আমরা এটা চাই। ’

শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সুজন বলেন, অবশ্যই ভালো হয়নি। আমাদের কন্ডিশনে হার ফলাফল যাই হোক, আমাদের প্রক্রিয়াও ভালো ছিলো না। হার-জিত খেলার অংশ, হারতেই পারি। কিন্তু যেরকম কন্ডিশন ছিলো বা যেরকম প্রতিপক্ষের সাথে খেলেছি, বলবো না আমরা আমাদের মান অনুযায়ী খেলেছি।

‘ইতিবাচক দিক আছে অনেক কিছুই। তবে ফলাফলের কথা চিন্তা করলে ভালো হয়নি। ঢাকা টেস্টে দুই ইনিংসেই টপ অর্ডারের ব্যর্থতা। দুই ইনিংসে একইরকম কেন হবে?’

alo
alo
alo