alo
রবিবার, মে ৫, ২০২৪
Logo
logo

মৃত্যুহীন ২৮ তম দিনে করোনা শনাক্ত ২২


সাংবাদিকের নাম   প্রকাশিত:  ০৫ মে, ২০২৪, ০৪:০২ এএম

মৃত্যুহীন ২৮ তম দিনে করোনা শনাক্ত ২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে কারো মৃত্যু সংবাদ পাওয়া যায়নি। এ নিয়ে করোনায় মৃত্যুহীন টানা ২৮ দিন পার করলো বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় ২২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১০৩ জনে। করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই অপরিবর্তিত রয়েছে।

বুধবার (১৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১টি। নমুনায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৪১ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৩৮ জন।

 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।