alo
বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩
Logo
alo

বায়ুমণ্ডলে সর্বোচ্চ কার্বন ডাই অক্সাইড ছিল মে মাসে

সাংবাদিকের নাম

প্রকাশিত: 05 December, 2023, 06:30 AM

alo
alo

পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা এই বছরের মে মাসে রেকর্ড পরিমাণে বেড়েছে। পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ি গ্যাসের বৃদ্ধির পারদ অবিরাম বেড়েই চলেছে।

ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) সম্প্রতি প্রকাশিত ডাটা অনুযায়ী কার্বন ডাই অক্সাইডের মাত্রা বর্তমানে শিল্প বিপ্লবের আগের তুলনায় ৫০ শতাংশ বেশি।

হাওয়াইয়ের মাউনা লোয়া আগ্নেয়গিরির উপরে এনওএএ’র আবহাওয়া কেন্দ্রে পরিমাপ করা কার্বন ডাই অক্সাইড মে মাসে প্রতি মিলিয়নের ৪২১ অংশের শীর্ষে ছিল বলে বিজ্ঞানীরা ৩ জুন ঘোষণা করেন। এটা বায়ুমণ্ডলকে এমন অবস্থানে আরও ঠেলে দিয়েছে যা শিল্প বিপ্লবের আগে থেকে আর দেখা যায়নি।

বিদ্যুৎকেন্দ্র, অটোমোবাইল, খামার, ও অন্যান্য উৎস সারা বিশ্বে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নিঃসরণ করছে। গ্যাসের ঘনত্ব চার মিলিয়ন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

২০২১ সালে নিঃসরণ মোট ৩৬.৬ বিলিয়ন টন ছিল, যা মানব ইতিহাসের সর্বোচ্চ স্তর।

এ ব্যাপারে এনওএএ’র প্রশাসক রিক স্পিনরাড বলেন, বিজ্ঞান অকাট্য: মানুষ আমাদের জলবায়ুকে এমনভাবে পরিবর্তন করছে যে আমাদের অর্থনীতি ও অবকাঠামোকে অবশ্যই এর সঙ্গে মানিয়ে নিতে হবে।

alo
alo
alo