alo
শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
Logo
alo

তামিম মিথ্যাচার করেছে : পাপন

সাংবাদিকের নাম

প্রকাশিত: 07 September, 2024, 12:54 AM

alo
alo

তামিম ইকবাল কিছুটা অভিযোগের সুরেই বলেছিলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে নাকি কথা বলারই সুযোগ পাচ্ছেন না। গত জানুয়ারিতে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট থেকে ছয় মাসের বিরতি নিয়েছিলেন তামিম। এই বিরতির পর টি-টোয়েন্টি ক্রিকেটে তামিমের পরিকল্পনা জনাতে চাওয়া হলে ওই মন্তব্য করেন তিনি।

তবে তামিমের সেই বক্তব্যের একদিন পরেই বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন শোনালেন একেবারে ভিন্ন কথা। পাপন নিজে এবং বোর্ড পরিচালকরা তামিমকে বারবার টি-টোয়েন্টি খেলতে অনুরোধ জানালেও তিনি সেটা কানে তোলেননি বলে জানিয়েছেন তিনি।

তামিমের অভিযোগকে ‘স্রেফ মিথ্যাচার’ দাবি করে ক্রিকেট বিষয়ক সাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি বলেন, ‘এটা স্রেফ মিথা কথা (যে আমরা তামিমের সঙ্গে টি-টোয়েন্টিতে ওর ভবিষ্যৎ নিয়ে কথা বলিনি)। তাকে আমার বাসায় ডেকে আমি চারবার টি-টোয়েন্টি খেলতে অনুরোধ করেছি। বোর্ডের অন্য সদস্যরাও তাকে অনুরোধ করেছে, সে বলেছে খেলবে না। এখন দেখেন কী বলছে।’

সোমবার (৭ জুন) ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তামিমের নতুন এই বক্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করেছেন পাপন, ‘তাকে (তামিম) অনেকবার ফেরানোর চেষ্টা করা হলেও সে লিখিত দিয়ে বলেছে টি-টোয়েন্টি খেলবে না। তাই আমি বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। তাই সে যা বলে তাকে বলতে দিন, আমাদের হাতে (নিজেদের পক্ষে) যা প্রমাণ আছে, তা আমরা হাজির করব।’

সবশেষে বিসিবি সভাপতি তামিমকে টি-টোয়েন্টি দলে ফের দেখতে চাওয়ার আশা পুনর্ব্যক্ত করেছেন, ‘আমরা চাই সে (টি-টোয়েন্টি) খেলুক। এখন সে কি খেলবে? সে কি বিশ্বকাপে খেলতে চায়? যদি খেলতে চায়, তাহলে তাকে আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে হবে।’

alo
alo
alo