alo
রবিবার, জুন ৪, ২০২৩
Logo
alo

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৩ নারীর

সাংবাদিকের নাম

প্রকাশিত: 01 June, 2023, 10:44 AM

alo
alo

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনি রানী ঘোষ, বাসন্তী রানী ঘোষ ও বিমলা রানী ঘোষ।

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত বিমলা রানীর ভাগনি শিল্পী রানী বলেন, বিদ্যুতের তার বাড়ির কলাপসিবল গেট দিয়ে টানা ছিল। কোনো কারণে ওই তার থেকে গেট বিদ্যুতায়িত হয়। বৃষ্টির মধ্যে ড্রেন পরিষ্কারের সময় গেটটি ধরে ফেলেন আমার মামী বিমলা রানী। এতে তিনি প্রথমে বিদ্যুস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অন্যরা।

alo
alo
alo